NU অনার্স ১ম বর্ষে ভর্তি হতে পারেনি তাদের করনীয় Honours Admission 2019?

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান।
আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন।

ত চলুন আমি আজ আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভাবে বলব।



➥আপনারা সবাই জানেন যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের প্রাথমিক আবেদন ১৫ সেপ্টেম্বর অনলাইনে শেষ হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা অনেক জানেন যে অনার্স ১ম বর্ষের ১ম মেধা তালিকা এর ভর্তির ফলাফল হয়েছিল ২৩ সেপ্টেম্বর। এবং আজ  ০৩ অক্টোবর অনার্স ১ম বর্ষের ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হয়েছিল ।

➥এখন আপনারা অনেক এ চিন্তা করছেন যে আমারা ত কোন মেধা তালিকা চাঞ্চ পেলাম না। ত কি করব?

✿আমাদের কি করনীয়?

NU অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারেনি তাদের করনীয় হলঃ- 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন। এর রিলিজ স্লিপ এর জন্যও থাকছে আবার ২য় মেধা তালিকা একবার না পেলে ২য় রয়েছে।


রিলিজ স্লিপ আবেদনের সময়ঃ

রিলিজ স্লিপ আবেদনের সময় এর নির্ধারিত কোন সময় বা তারিখ এখন এ দেওয়া হইনি? তবে আমরা একটা তারিখ নিচে দেছি হয়ত এর মধ্যে আবেদন শুরু হবে,
২০ অক্টোবরের পরে হতে পারে।


✿আমি কি ঐ কলেজে আবেদন করতে পারব?

হ্যাঁ আপনে ঐ কলেজে এ আবার রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। 

কতটি কলেজে আবেদন করতে পারব?

আপনি একসাথে রিলিজ স্লিপ আবেদন সাথে ঐ কলেজেসহ আরো ৪টা মোট ৫টি কলেজে আবেদন করতে পারবেন।

✿আমি কি বিষয় চয়েজ করতে পারব?এবং কতটা?

রিলিজ স্লিপ আবেদনে আগের বিষয় চয়েজ ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে। তবে ৫ কলেজের নিচে দেয়া যাবে না, ৫টা কলেজ সিলেক্ট না করলে আবেদন সাবমিট হবেনা।

✿রিলিজ স্লিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • বাধ্যতামূলকভাবে ৫ টি কলেজের নাম দিতে হবে।
  • প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয় চয়েজ দেয়া যাবে।
  • আগের কলেজে আবেদন করা যাবে।
  • এই আবেদনের কপি কলেজে জমা দিতে হবেনা।
  • রিলিজ স্লিপ আবেদনের জন্য কোন বোর্ড ফি দিতে হয়না।
  • এটা শুধু অনলাইনে আবেদন করলেই হবে।
  • রিলিজ আবেদন ১বার সাবমিট করার পর বাতিল করে ১বার সংশোধন করা যাবে।
  • রিলিজ স্লিপের আবেদন করার সময়ে অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কত আসন খালী আছে।
  • যে কলেজে বা যে বিষয়ে বেশী আসন খালী থাকবে সেটাতে করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।
  • রিলিজ স্লিপে চাঞ্চ পেলে সেই বিষয়ে মাইগ্রেশন করা যায়না।
  • রিলিজ স্লিপ আবেদন করার আগে সব কিছু যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন।
  • আগে করলে আগে চাঞ্চ পাবেন রিলিজ স্লিপে এমন কিছু নেই, যার পয়েন্ট বেশি থাকবে সেই চাঞ্চ পাবে।
  • চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের মাঝামাঝি সময়ে আবেদন করার জন্য তাহলে সার্ভারে সমস্যা কম থাকবে।
  • ১ম রিলিজ স্লিপের পরে ২য় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ দিতে পারে।

✿রিলিজ স্লিপে কোথায় জমা দেব?

আপনাকে রিলিজ স্লিপে আবেদন করার পর এটা কোথায়ও জমা দিতে হবে না, এটা শুধুমাত্র ডাউনলোড করে আপনার কাছে রাখবেন,পরে চাঞ্চ পাওয়ার পর এটা লাগবে।


✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আশা করি আপনাদের ভাল লেগেছে…।

ধন্যবাদ সবাইকে…
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ

Total Pageviews

Designed by Sadikur Rahman

Powered by Blogger