[আসুন করে ফেলি] জীবনের প্রথম প্রোগ্রাম!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ August 24, 2019 | টিউন বিভাগঃ

প্রথম প্রোগ্রাম

আজ আমি আপনাদের সামনে প্রোগ্রাম এর ১ম পর্ব নিয়ে হাজির হলাম, আজ আপনার আপনাদের জীবনের প্রথম প্রোগ্রাম করবে।

👉ত চলুন শুরু করা যাকঃ-👇

  
প্রথমে কোডব্লোকস রান করি। তারপর নিচের কোডটুকু লিখি।


#include <stdio.h>
int main()
{
   printf("Hello Programming"); 
   return 0;
}

প্রোগ্রামটিকে first_program.c নামে সেভ করি। তারপর কোডব্লোকসের Build মেনু থেকে Build and run কমান্ডটিতে কিল্ক করি অথবা কিবোর্ড থেকে F9 বাটন চাপি। তাহলে নতুন একটা টার্মিনাল উন্ডোতে নিচের মত অাউটপুট দেখতে পাবো।


Output


Hello Programming

নোট: প্রতিটা সি প্রোগ্রাম main() ফাংশন থেকে এক্সিকিউসন শুরু করে। printf() ফাংশনটি কোটেশনের ভিতরে থাকা কনটেন্ট প্রিন্ট করে। ফাংশন নিয়ে পরবর্তিতে  বিস্তারিত অালোচনা করব।

আশা করি আপনাদের ভাল লেগেছে...।
ধন্যবাদ সবাইকে...
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan

Previous
Next Post »

Total Pageviews

Designed by Sadikur Rahman

Powered by Blogger