যেভাবে আপনার পেনড্রাইভ বুটেবল করবেন!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ August 30, 2019 | টিউন বিভাগঃ

যেভাবে আপনার পেনড্রাইভ বুটেবল করবেন!


    প্রথমেই জানা দরকার বুটেবল কি?

    আপনি যখন উইন্ডোসের কোনো সিডি পিসিতে প্রবেশ করান তথন সেই সিডির মাধ্যমে আপনি উইন্ডোস দিয়ে থাকেন। কারন ওই সিডিতে .iso ইমেজ টা বার্ন করা থাকে ফলে আপনি উইন্ডোস সেটাপ করতে সক্ষম হন। ঠিক তেমনি আপনার কাছে কোনো সিডি না থাকলে আপনি আপনার পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোস বা যেকোনো অপারেটিং সিস্টেম ইনষ্টল করতে পারবেন। আর পেনড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইনষ্টল করতে হলে আপনাকে প্রথমে পেনড্রাইভ টিকে বুটেবল করতে হবে।

    পেনড্রাইভ বুটেবল করতে যা যা লাগবে-

    • বলার দরকার নেই যে প্রথমেই আপনার একটি পেনড্রাইভ লাগবে :p
    • ৮ জিবি বা তার বেশি ধারন ক্ষমতা সম্পন্ন পেনড্রাইভ হতে হবে!
    • উইন্ডোস ৭/৮/১০ চালিত একটি পিসি
    • অপারেটিং সিস্টেম এর .iso ফাইল।
    • একটি সফ্টওয়্যার
    • কিছু মেগাবাইট এবং কিছু সময় :

    যেভাবে বুটেবল করবেন-

    • প্রথমেই এখান থেকে PowerISO সফ্টওয়্যার টি নামিয়ে ইনষ্টল করে নিন।
    • এবারে এ্যপটি ওপেন করুন।
    • ৫ সেকেন্ড অপেক্ষা করার পরে Continue Unregistered এ ক্লিক করুন।
    • এবারে পেনড্রাইভ টি পিসিতে প্রবেশ করান। ফরম্যাট দিন। (নিচের ছবি গুলো দেখুন)


    how-to-bootable-your-pendrive
    • এবারে Tools এ যান। তারপর Create Bootable USB Drive এ ক্লিক করুন।


    how-to-bootable-your-pendrive
    • OK দিন।


    how-to-bootable-your-pendrive
    • এবারে আপনাকে .iso ফাইল টি সিলেক্ট করতে হবে।


    how-to-bootable-your-pendrive

    • Write Method দিবেন USB- HDD. তারপর স্টার্ট দিন।


    how-to-bootable-your-pendrive
    • নিচের ছবির মত কিছু দেখালে ওকে করুন।


    • সব কিছু ঠিক ঠাক হলে বুটেবল হওয়া শুরু হবে ১০-১৫ মিনিটের মত সময় লাগবে।


    how-to-bootable-your-pendrive
    • বুটেবল হয়ে গেলে ওকে দিন।


    how-to-bootable-your-pendrive
    বুটেবল তো করে ফেললেন এবার ওএস ইনষ্টল করবেন কিভাবে
    ?? :/
    • এবারে পিসি টি রিস্টার্ট করুন।
    how-to-bootable-your-pendrive

    • রিস্টার্ট করার সময় কিবোর্ডের F12 বাটন টি চাপুন।
    how-to-bootable-your-pendrive

    • বুট ডিভাইস হিসেবে পেনড্রাইভ সিলেক্ট করুন।
    how-to-bootable-your-pendrive

    • তারপর ওএস ইনষ্টল করার নিয়ম অনুযায়ি ইনষ্টল করুন।
    অনেক সময় F12 প্রেস করার পরে কোনো ডিভাইস সো করে না, তখন
    • বায়োসে যেয়ে বুট ডিভাইস হিসেবে Removable সিলেক্ট করুন।
    • প্রাইমারি বুট হিসেবে Removable সিলেক্ট করুন।
    • তারপর সেইভ করে বেরিয়ে আসুন।

    বিদ্র: সব Motherboard এর সিস্টেম এক না। সেজন্য আপনি গুগল করে নিতে পারেন :)

    আশা করি আপনাদের ভাল লেগেছে…।
    ধন্যবাদ সবাইকে…
    সবাই ভালো থাকবেন ধন্যবাদ
    আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
    আমার ফেসবুক : Sadikur Rahman Mejan


Previous
Next Post »

Total Pageviews

Designed by Sadikur Rahman

Powered by Blogger